• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বড় ম্যাচের আগে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৯:৪১ এএম
বড় ম্যাচের আগে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মঙ্গলবার পিএসজির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল মাদ্রিদ জায়ান্টরা। শনিবার লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্রর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। 

প্রথমার্ধে রিয়ালের মাঠের দুর্দশা অপরিচিতই লেগেছে। ভিয়ারিয়ালই বরং মাদ্রিদকে আক্রমণে কোণঠাসা করে রেখেছিল। বেশিরভাগ সুযোগ তৈরি করেছে ভিয়ারিয়াল। তবে গোলের দেখা পায়নি তারাও।

দ্বিতীয়ার্ধে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। প্রথমদিকেই কয়েকটি জোরালো আক্রমণ করে। গোল পেতে ব্যর্থ রিয়াল ভাগ্য ফেরাতে মাঠে কয়েকবার পরিবর্তনও আনে। তাতেও সফল হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচটি।

লিগে ২৪ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সেভিয়া দ্বিতীয় স্থানে আছে ৫০ পয়েন্ট নিয়ে।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইনজুরি থেকে ফেরা ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও খেলার সম্ভাবনা রয়েছে ওই ম্যাচে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!