• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির সহজ জয়


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ১০:৪৮ এএম
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির সহজ জয়

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ড দলের বিপক্ষে প্রত্যাশিতভাবে ২-০ গোলের ব্যবধানে জিতেছে বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। গত বছর ডিসেম্বরে ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলেও জিতেছিল ম্যানসিটি।

লিগে দুর্দান্ত ফর্মে আছে সিটি। এর আগে টানা ১২ ম্যাচে তারা জয় পেয়েছে। তবে এই ম্যাচের আগের ম্যাচটাই তারা সাউথাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। 

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৪০ মিনিটে দলকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। প্রতিপক্ষের ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল সিটি।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডে ব্রুইনে। যদিও গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বল ঠেকান। তবে ফিরতি বল জালে জড়িয়ে গোল করতে ভুল করেননি বেলজিয়ামের এটাকিং মিডফিল্ডার।

ম্যাচে আর কোনো গোল না হলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। ২৪ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটি ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!