• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ব্যালন ডি’অরের নিয়মে পরিবর্তন, ভোটবঞ্চিত বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৫:৪০ পিএম
ব্যালন ডি’অরের নিয়মে পরিবর্তন, ভোটবঞ্চিত বাংলাদেশ
ফাইল ছবি

গতবছর ব্যালন ডি’অর জিতে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সাত বার জেতার কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে মেসির এই রেকর্ডের পর জন্ম নিয়েছিল নানান বিতর্ক। এ নিয়ে জল ঘোলাও কম হয়নি। সব সমালোচনাকে আমলে নিয়ে এবার নিয়মে বদল আনতে যাচ্ছে ব্যালন ডি’অরের কর্তৃপক্ষ। 

সম্প্রতি লেকিপেকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্স ফুটবলের সম্পাদক প্যাসকেল ফেরে নিয়ম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন।

মেসি জিতেছিলেন সপ্তম ব্যালন ডি’অর ও তার সাবেক ক্লাব বার্সেলোনার নারী দলের অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেয়াস জিতেছিলেন নারী ব্যালন ডি’অর। তবে মেসির ব্যালন ডি’অর জয়কে ছাপিয়ে রবার্ট লেভান্ডভস্কি ও মোহামেদ সালাহকে বঞ্চিত করা হয়েছে বলে আলোচনা-সমালোচনায় মুখর ছিল ফুটবল বিশ্ব।

প্যাসকেল ফেরে ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যম লেকিপেকে নিশ্চিত করেছেন, বড় পরিবর্তন আসছে ব্যালন ডি’অরের নিয়মে। বদল আসছে কমপক্ষে একাধিক। 

পরের বার থেকে ব্যালন ডি’অর দেওয়া হবে ইউরোপীয় ফুটবল মৌসুমের হিসেবে। এর আগ পর্যন্ত নিয়মটা ছিল পঞ্জিকাবর্ষের হিসেবে। চলতি বছরের পুরস্কারটা দেওয়া হবে ২০২১-২২ মৌসুমের হিসেবে, যা শেষ হবে ২০২২ উয়েফা নারী ইউরোর ফাইনালের পর। এর মানে দাঁড়াচ্ছে, ২০২২ বিশ্বকাপের পারফর্ম্যান্সটা এবার ধর্তব্যে আনা হবে না। সেটা বিবেচনায় থাকবে পরের বছরের ব্যালন ডি’অরের সময়।

এরপরের নিয়মের পরিবর্তনের ফলে বঞ্চিত হবে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের প্রতিনিধিরা ভোট দিতে পারবেন এই পুরস্কারে। বাংলাদেশ বর্তমানে আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ এর বাইরে, শিগগিরই সেখানে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। যার ফলে এই ভোট দেওয়ার যোগ্যতা হারাবে বাংলাদেশ।  

শেষ পরিবর্তনটা হচ্ছে, এরপর থেকে ব্যালন ডি’অর জয়ী নির্বাচনের ক্ষেত্রে শুধু খেলোয়াড়ের ব্যক্তিগত পারফর্ম্যান্সই বিবেচ্য হবে না। খেলোয়াড়ের পারফর্ম্যান্সের সঙ্গে বিবেচনায় আসবে খেলোয়াড়ের দলগত পারফর্ম্যান্স, খেলোয়াড়টির মান ও ফেয়ারপ্লে। সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, খেলোয়াড়ের অতীতের সব রেকর্ড, ভালো-খারাপ পরিচিতি, অর্জন ইত্যাদি বিষয় ধর্তব্যে আনা হবে না এখানে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!