বিশ্বকাপের ফাইনালে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন লালন করে প্রতিটি খেলোয়াড়ই। কিন্তু দলীয় পারফরম্যান্সের কারণে সে স্বপ্ন চাপা পড়ে যায় অনেকের। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। সেমিফাইনালে আউট হয়ে রাগের বশে নিজের হাতে আঘাত করায় চোটে পরেছেন নিউজিল্যান্ডে ব্যাটার ডেভন কনওয়ে। ফলে এ চোটের কারণেই বিশ্বকাপের ফাইনাল খেলা হচ্ছে না তার।
এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠেছে তাসমান পাড়ের দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালে জিতে নিজেদের আধিপত্য, ক্রিকেটীয় গৌরবের সঙ্গে আরও একটি পালক যুক্ত করার ইচ্ছায় ১৪ নভেম্বর মাঠে নামবে এই দুই দেশ।
কনওয়ের ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে। ইংলিশদের বিপক্ষে আউট হওয়ার পর হতাশায় নিজের ব্যাট দিয়ে মাটিতে সজোরে আঘাত করেন কনওয়ে। ফলে ডান হাতে গুরুতর চোট পান তিনি। এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে ডানহাতের পঞ্চম মেটাকারপাল ভেঙ্গেছে তার। ফলে বিশ্বকাপের ফাইনালে খেলা হচ্ছে না তার। এজন্য তাকে কমপক্ষে ৫-৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
কিউইদের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, 'এই ঘটনায় ডেভন সম্পূর্ণ ভেঙে পড়েছে। জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে ও দারুন প্যাশনেট। এই ঘটনায় ওর থেকে বেশি হতাশ আর কেউ নয়। ওর ঘটনাটা অত্যন্ত দুঃখজনক।'