• ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

বোর্ডে চলছে ঝামেলা, সিলেটে আসছেন না জয়-সৌরভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১০:২৪ পিএম
বোর্ডে চলছে ঝামেলা, সিলেটে আসছেন না জয়-সৌরভ

সিলেট থেকে: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হতে যাচ্ছেন রজার বিনি, এমন সংবাদ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে চোখ দিলেই দেখা যাচ্ছে। বিসিসিআইয়ের মসনদ নিয়ে ঝামেলার মধ্যেই সিলেটে শনিবার (১৫ অক্টোবর) হবে নারী এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের পুরো অংশ তো বাদ, ফাইনালের মঞ্চে দেখা যাবে না এসিসি সভাপতি জয় শাহ ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ চলাকালীন সময়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরি নাদেল। বিসিবির এই পরিচালক অবশ্য তখনই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন জয় শাহ কিংবা সৌরভ গাঙ্গুলি, কেউই আসছেন না টুর্নামেন্টের ফাইনালে।

সেই ইঙ্গিতই সত্যি হয়েছে। সিলেটে নারী এশিয়া কাপের দায়িত্ব পালন এক কর্মকর্তা সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন বাংলাদেশে আসছেন না জয় শাহ বা সৌরভ গাঙ্গুলির কেউ। তাহলে পুরষ্কার বিতরণী মঞ্চে কে পুরষ্কার তুলে দিবেন? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি।

এর আগে সেপ্টেম্বরে দুবাইয়ে হওয়া এশিয়া কাপের ফাইনালে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ। এসিসির সভাপতি হওয়ায় জয় শাহর উপস্থিত হওয়াটা সাধারণ ঘটনা ছিল। দল ফাইনালে না থাকলেও সেই সময় উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নেন সৌরভ গাঙ্গুলি। এরপর থেকেই ক্ষমতাসীন বিজেপিতে যোগ দিতে তার উপর চাপ ছিল। সেই চাপে রাজি না হওয়ায় দ্বিতীয় মেয়াদে তাকে সভাপতি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে গুঞ্জন। তার স্থলাভিষিক্ত হতে পারেন দেশটির সাবেক ক্রিকেটার রজার বিনি।

Link copied!