বৃষ্টির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ নামে কনসার্টটি স্থগিত হয়ে গিয়েছিল। বৃষ্টি থেমে যাওয়ায় আবারও শুরু হয়েছে কনসার্ট।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে জনপ্রিয় ব্যান্ড মাইলস আর কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সংগীত পরিবেশনা শেষ হলে মাগরিবের নামাজের বিরতির সময় হঠাৎ শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হওয়া বৃষ্টি চলে প্রায় ৪৫ মিনিটের মতো। এরপর বৃষ্টি থামলে আবারও মমতাজের গানের মধ্য দিয়ে শুরু হয় কনসার্টটি।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি করে মিরপুরে এসেছেন। এছাড়া বৃষ্টির কারণে যথা সময়ে মঞ্চে উঠতে পারেননি ভারত থেকে আসা প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমানও।
অন্যদিকে বৃষ্টি শেষ হলে গোল্ড আর প্লাটিনাম ক্যাটাগরি অর্থাৎ মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল মাঠে বসে কনসার্ট উপভোগ করা দর্শকরা নিজেদের আসনে ফিরে আসেন। তবে সুযোগ না থাকায় অনেকেই বৃষ্টির সময় নিরাপদে ফিরতে পারেননি।