ঘূর্ণিঝড় জাওয়াদের বৃষ্টি যেন থামছেই না। ঢাকা টেস্টের প্রথম ও দ্বিতীয় দিন মাঠে খেলা গড়ালেও তৃতীয় দিনে কোনো বলই গড়ায়নি মাঠে। আজ টানা বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান।
এর আগে মিরপুরে প্রথম দিনের খেলাতেও ছিল বৃষ্টির প্রভাব। প্রথম দিন খেলা গড়িয়েছিল ৫৭ ওভার। এমনকি দিনের তৃতীয় সেশনে একটি বলও মাঠে গড়ায়নি।
দ্বিতীয় দিনের সকালে বৃষ্টি হলে খেলা কয়েক দফা পিছিয়ে শুরু হয় ১২টা ৫০ মিনিটে। এরপর ৩৮ বল খেলা হলে আবারও হানা দেয় বেরসিক বৃষ্টি। ফলে খারাপ আবহাওয়ার কারণে এদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় দিনে ৩৮ বল খেলা হলেও কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। দুই উইকেট হারিয়ে ১৮৮ রান করেছে পাকিস্তান। ৫২* রান করে অপরাজিত আছেন আজহার আলী আর ৭১* রান করে অপরাজিত আছেন অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানের দুইটি উইকেটই নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।