• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ে করছেন ম্যাক্সওয়েল, যাচ্ছেন না পাকিস্তান সফরে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৩:৫১ পিএম
বিয়ে করছেন ম্যাক্সওয়েল, যাচ্ছেন না পাকিস্তান সফরে
ছবি সংগৃহীত

দীর্ঘ ২৪ বছর পর পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বহুল আলোচিত এই সফরকে সামনে রেখে তোড়জোড় যেন থামছেই না। নতুন করে জল ঘোলা করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দুই বছর আগে ভারতীয় ভিনি রমনের সাথে বাগদান সম্পন্ন করা এই ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসবেন বলে পাকিস্তান সফরে যাচ্ছেন না।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ জয়ের পর ফক্স স্পোর্টসকে পাকিস্তান সফর থেকে ছুটি নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাক্সওয়েল। 

পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি অবহিত করে ম্যাক্সওয়েল বলেন, ‘আসলে যখন বোর্ডের (ক্রিকেট অস্ট্রেলিয়া) সঙ্গে বসে আমি দিনক্ষণ ঠিক করেছিলাম, তখন দুই সপ্তাহের ফাঁকা সময় ছিল। তাই এই সময়ে বিয়ের দিন ঠিক করে ফেলেছিলাম।’

সতীর্থরা যখন ঐতিহাসিক পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে, ম্যাক্সওয়েলের তোড়জোড় তখন বিয়ে নিয়ে। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ম্যাক্স। আগামী ২৭ মার্চ মেলবোর্নের ব্ল্যাকবার্ন রোডের একটি ম্যারেজ হল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এজন্য হল বুকিং করে রাখাও হয়েছে। সম্প্রতি ম্যাক্সওয়েল-ভিনির বিয়ের জন্য তামিল ভাষায় ছাপানো একটি বিয়ের দাওয়াতপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

পাকিস্তান সফর থেকে ছুটি নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবশ্য অংশ নেবেন ম্যাক্সওয়েল। যদিও পুরো আসরে খেলা হবে না। শুরুর কিছু ম্যাচে অনুপস্থিত থাকবেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ঠাই পাওয়া এই ক্রিকেটার।

পাকিস্তান সফরে অজিরা খেলবে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ। দুই দলের লড়াই মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ১২ মার্চ দ্বিতীয় টেস্ট শুরু হবে করাচিতে। ২১ মার্চ শেষ টেস্ট লাহোরে মাঠে গড়াবে। মার্চের শেষদিকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টিও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!