• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেলেন প্রিন্স 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৬:০৪ পিএম
বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেলেন প্রিন্স 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য দক্ষিণ আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন।

২০১৬-১৭ মৌসুম থেকে কোব্রাসের দায়িত্বে ছিলেন প্রিন্স, যা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ, বোল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলায় বিলীন হয়ে গেছে। গত মাসে জিম্বাবুয়ে সফরের পর থেকে অস্থায়ী কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তিনি। এবছরের শেষের দিকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সঙ্গেই থাকবেন এই দক্ষিণ আফ্রিকান। 

২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত ৯ বছরে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন প্রিন্স।  

প্রিন্স এক বিবৃতিতে বলেছিলেন, "কোব্রাসের প্রধান কোচ হিসাবে আমি অনেক বেশি সম্মানিত হবো। কারণ আমার কোচিং স্টাফের অধীনে থাকা ছয় তরুণ খেলোয়াড়ের প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে।"

বাংলাদেশ দলে প্রিন্স ছাড়াও দক্ষিণ আফ্রিকান আরও দুই কোচিং স্টাফ রয়েছেন। প্রধান কোচ হিসেবে রয়েছেন রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ হিসেবে রয়েছেন ওটিস গিবসন।

Link copied!