• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে ব্যাটিং বিপর্যয়ে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০১:১৩ পিএম
বিশ্বকাপে ব্যাটিং বিপর্যয়ে ভারত

প্রমীলা ওয়ানডে বিশ্বকাপের আসরে বৃহস্পতিবার (১০ মার্চ) মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। হ্যামিল্টনে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের মেয়েরা।

কিউইদের ইনিংসের শুরুতেই মাত্র ৯ রানে রানআউট হন সুজি বেটস। তবে আরেক ওপেনার সোফি ডিভাইন অ্যামেলিয়া কেরকে সঙ্গে নিয়ে চমৎকার এগিয়ে যেতে থাকেন।

সোফি ৩৫ রানে ফিরে যান। তবে অর্ধশতক পূর্ণ করেন কের। এলবিডব্লুর ফাঁদে পড়ে তিনি বিদায় হলে হাল ধরেন অ্যামি। দলে তার অবদান সর্বোচ্চ ৭৫ রান।

এছাড়া ৯ উইকেটের পতন হলেও ম্যাডি গ্রিনের ২৭ ও কেটি মার্টিনের ৪১ রানে ভর করে কিউইদের ইনিংস থামে ২৬০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানেই তিন ওপেনার স্বস্তিকা ভাটিয়া, স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মাকে হারায় ভারত। অধিনায়ক মিতালি রাজ বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। ৫৬ বলে ৩১ রান করে তিনিও ফেরত যান।  

হরমনপ্রীত (২৩ রান) রিচা ঘোষকে নিয়ে শুরু করার আগেই শূন্য রানে আউট হন তিনি। ভারত ৫ উইকেট হারিয়ে ১২২ রান নিয়ে ব্যাট করছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!