• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের 


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ১২:২৬ পিএম
বিশ্বকাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের 

এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমেছে বাংলাদেশের মেয়েরা। তবে আশার আলো দেখাতে পারছে না নিগার সুলতানারা। দক্ষিণ আফ্রিকার পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ডানেডিনে টাইগ্রেস বনাম কিউইদের ম্যাচ বৃষ্টির কারণে আশঙ্কার মধ্যে পড়ে। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

ইনিংসের শুরুতে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক বেশ ভালো রানের ইঙ্গিত দেন। শামিমা ৩৩ রানে ফিরে যান। ফারজানার ব্যাট থেকে আসে অর্ধশতক। তার ৫২ রানের ইনিংস দলের পক্ষে সর্বোচ্চ রান।

দলের ৫৯ রানে শামিমার বিদায় হলে বিপাকে পড়ে বাংলাদেশ। বাকি ব্যাটারদের কেউই বিপর্যয় কাটাতে পারেননি। বৃষ্টির কারণে ইনিংস নির্ধারণ করা হয় ২৭ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৪০ রান।
 
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সোফি ডিভাইন দলের ৩৬ রানে আউট হন। এরপর আর থামতে হয়নি নিউজিল্যান্ডকে। আরেক ওপেনার সুজি বেটস অ্যামেলিয়া কেরকে সাথে নিয়ে জয় পেয়েই মাঠ ছাড়েন। সুজি ৬৮ বলে ৭৯ রান করেন, কেরের অবদান ৪৭ রান। মাত্র ২০ ওভারেই কিউইরা জয় তুলে নেয় ৯ উইকেটে।

কিউইদের একমাত্র উইকেটটি পান সালমা খাতুন। সুজি ৭৯ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!