• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বকাপজয়ী ৮ ক্রিকেটার খেলতে পারবেন না আইপিএল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৯:৪২ পিএম
বিশ্বকাপজয়ী ৮ ক্রিকেটার খেলতে পারবেন না আইপিএল
সাম্প্রতিক ছবি

ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের আটজন খেলোয়াড়কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে পেতে আরও অপেক্ষা করতে হবে। কারণ তারা ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত পূরণ করে না।

ভারতীয় বোর্ডের শর্ত বেশ সহজ। শুধুমাত্র সেই অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় যারা অন্তত একটি প্রথম শ্রেণীর ম্যাচ বা লিস্ট এ ম্যাচ খেলেছেন তারাই নিলামে নাম লিখতে পারবেন। যদি তাদের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা না থাকে, তবে নিয়মানুযায়ী নিলামের যোগ্য হওয়ার আগে তাদের ১৯ বছর বয়সী হতে হবে।

এই নিয়ম উইকেটরক্ষক দিনেশ বানা, ব্যাটসম্যান শাইক রশিদ, বাঁহাতি পেসার রবি কুমার, অলরাউন্ডার নিশান্ত সিন্ধু এবং সিদ্ধার্থ যাদব, ওপেনার আংক্রিশ রঘুবংশী, মানব পারখ এবং গর্ভ সাংওয়ানের মতো খেলোয়াড়দের প্রভাবিত করবে। রশিদ, বানা, কুমার এবং সিন্ধুর মতো খেলোয়াড়রা ক্যারিবিয়ানে ভারতের যুব দলের শিরোপা অর্জনে বড় প্রভাব ফেলেছিল।

বিসিসিআই এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে বোর্ডের মধ্যে অনেকেই মনে করেন এই সিদ্ধান্তের পরিবর্তন করা উচিত। যেহেতু মহামারী চলাকালীন গত দুই বছরে খুব কমই ঘরোয়া ক্রিকেট ম্যাচ হয়েছে।

প্রিমিয়ার ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ভারতীয় বোর্ডের শর্ত পূরণের লক্ষ্যে খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিলেও তারা আইপিএল খেলার যোগ্য হবেন না। কারণ ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএলের নির্ধারিত নিলাম। আইপিএল ২০২২ প্লেয়ার অকশন পুলে মোট ৫৯০ জন ক্রিকেটার রয়েছে।

Link copied!