• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বিপিএলে নতুন ভূমিকায় তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৪:১৩ পিএম
বিপিএলে নতুন ভূমিকায় তামিম

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে অফে জায়গা করে নিতে পারেনি মিনিস্টার ঢাকা। তাই এবারের বিপিএলে তামিম ইকবালকে দেখা গেল অন্য এক ভূমিকায়।

বিপিএলের ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে তুলে নিয়ে বাইশ গজের খেলা বর্ণনা করতে দেখা গেল বাহাতি এই ব্যাটারকে। ফলে বিপিএলের প্লে-অফে তাই যেনো না থেকেও আছেন তামিম। ব্যাটার থেকে পরিচয় বদলে বনে গেলেন ধারাভাষ্যকার।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স ম্যাচে খুলনার ইনিংসের পাওয়ার প্লের পর টিভি ক্যামেরা ধরা হয় ধারাভাষ্য কক্ষের দিকে। সেখানে দেখা মেলে জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ডের সঙ্গে মাইক হাতে কথা বলছেন বাংলাদেশের তারকা ব্যাটার ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। মিরপুরে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল মিনিস্টার ঢাকার একটি ম্যাচ। সেটি বাদ দিলে বাকি ৯ ম্যাচে ইনিংসের সূচনা করতে নেমে ৫ বার পঞ্চাশ ছাড়ানো তামিম সবমিলিয়ে করেছেন ৪০৭ রান। এছাড়া আসরে এখন পর্যন্ত তামিম একাই ৪০০ এর বেশি রান করেছেন।

তাই স্বাভাবিকভাবেই ধারাভাষ্য কক্ষে নিজের ব্যাটিং সম্পর্কেও কথা বলেন তামিম। পাশাপাশি মাঠে ব্যাট করতে থাকা কাছের বন্ধু মুশফিকুর রহিম সম্পর্কেও মন্তব্য করেন তিনি। খানিক পরে ধারাভাষ্যে আসেন আতহার আলি খান। তিনি জানান, তামিম তার অন্যতম পছন্দের খেলোয়াড়। জবাবে অগ্রজ আতহারকে নিজের অন্যতম প্রিয় ব্যক্তি হিসেবে মন্তব্য করেন তামিম।

প্রায় ৬ ওভারের মতো টানা ধারাভাষ্য দেন তামিম। এরপর তিনি আসেন প্রেসবক্সেও। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিজের নতুন তবে অস্থায়ী পরিচয় নিয়ে হালকা খুনসুটিও হয় তামিমের। প্রেসবক্সে কিছু সময় কাটিয়ে চলে যান দেশসেরা এ ওপেনার।

ব্যাটার তামিম দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন, ক্যারিয়ার শেষে ধারাভাষ্য কক্ষে নতুন ভূমিকায় পঞ্চ পান্ডবের এই পান্ডবকে দেখতে পেলেও মন্দ হবেনা সমর্থকদের জন্য।

খেলা বিভাগের আরো খবর

Link copied!