• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

বিপিএল শুরুর আগেই অনিশ্চয়তায় মাশরাফী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৭:১৫ পিএম
বিপিএল শুরুর আগেই অনিশ্চয়তায় মাশরাফী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠবে ২১ তারিখ। এই আসর দিয়েই দীর্ঘ সময় পর মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। 

এবার মাশরাফী খেলছেন ঢাকার মিনিস্টার গ্রুপের হয়ে। তবে ইনজুরির শঙ্কা এখানেও।

উদ্বোধনী দিনেই তার দল মিনিস্টার গ্রুপ ঢাকা লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো।

মাশরাফীও নেটে বোলিং প্র‍্যাকটিস করছিলেন। তবে তার পুরনো কোমরের ব্যথা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

অনুশীলন রেখে মাঠ থেকে তিনি উঠে যান খুঁড়িয়ে খুঁড়িয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মিনিস্টার ঢাকার ফিজিও এনামুল হক।

তিনি বলেন, "কোমরের ব্যথা থাকায় বোলিং করেননি মাশরাফী। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। ব্যথামুক্ত ও ফিট থাকার উপর তার মাঠে থাকা, না থাকা নির্ভর করছে। এ ক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!