বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা। এই ম্যাচেই বিপিএলের এবারের আসরে প্রথম শতকের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা মার্ক সিমন্স।
সিমন্সের শত রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে সিলেট৷ প্রথম তিন ওভারে তেমন সুবিধা করতে পারেনি সিমন্স। ৬ বল খেলে মাত্র ৪ রান করেন। চতুর্থ ওভারে রুবেল হোসেনের বলে দুটি চারে বাউন্ডারির খাতা খোলেন সিমন্স। বাউন্ডারির অপেক্ষাতেই যেন তিনি ছিলেন। এরপর কেবল দ্রুত গতিতে রান তুলতে থাকেন। মাত্র ৬৫ বলে ১১৬ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন ক্যারিবিয়ান তারকা।
সিমন্সের ইনিংস সাজানো ১৪টি চার ও ৫টি ছয়ে। সিলেটের ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নামবে ঢাকা।