গুঞ্জনকে সত্য করেই চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বিখ্যাত ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
লাহোরের ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারে ক্রিকেট বডির ৩৬তম চেয়ারম্যান নির্বাচিত করার জন্য পিসিবির বোর্ড অব গভর্নরসের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি শেখ আজমত সাঈদ এ নির্বাচন পরিচালনা করেন ও বিশেষ সভার সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী ইমরান খান সবুজ সংকেত দিয়েছিলেন আগেই। এবার শুধু আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পিসিবির চেয়ারম্যান পদে একমাত্র রমিজই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ কারণে পিসিবি গভর্নিং বডির ছয় সদস্যের ভোটও দেওয়ার প্রয়োজন পড়েনি।
পিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে রাজা বলেন, “পিসিবির চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। মাঠের বাইরে ও ভেতরে পাকিস্তান ক্রিকেট ক্রমাগত সমৃদ্ধ ও শক্তিশালী হওয়ার জন্য আপনার সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।”
তিনি আরও বলেন, “আমার মূল কাজগুলো হবে পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে আগের সংস্কৃতি, মানসিকতা ও দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনতে সাহায্য করা। আশা করি পাকিস্তানকে সবচেয়ে ভালো ক্রিকেট খেলার দেশগুলোর মধ্যে একটি করে তুলতে পারব।”
পিসিবির সঙ্গে এর আগেও কাজ করেছেন রমিজ রাজা। ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত পিসিবির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
রমিজ রাজা পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। তিনি দেশের হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ২৫৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।