টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে একাই ১০ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কিউই স্পিনার এজাজ প্যাটেল। জিম লিকার, অনিল কুম্বলের পর এই রেকর্ডের মালিক হয়েছেন প্যাটেল। তবে একটি রেকর্ড লেখা হয়েছে শুধুমাত্র প্যাটেলে নামে। টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে বিদেশের মাটিতে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন প্যাটেল।
এর আগে ভারতের মাটিতে আট উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল নাথান লায়ন, লান্স ক্লুজনার, সিকান্দার বখত এবং জেসন ক্রেজারের।
বিদেশি বোলারদের মধ্যে ভারতে প্রথম এই রেকর্ড গড়েন পাকিস্তানের সিকন্দর বখত। ১৯৭৯ সালে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৬৯ রানে ভারতের ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেই টেস্ট অবশ্য ড্র হয়েছিল।
এরপর এই কৃতিত্ব অর্জন করেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ক্লুজনার। ১৯৯৬ সালে কলকাতায় ভারতের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। এই টেস্টে ৩২৯ রানে হেরে যায় ভারত।
এরপর ২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার জেসন ক্রেজার এবং ২০১৭ সালে বেঙ্গালুরুতে অজি স্পিনার নাথান লায়ন ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন।