• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

বায়ার্নকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভিয়ারিয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৪:৫২ এএম
বায়ার্নকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভিয়ারিয়াল
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় আগের ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ভিয়ারিয়াল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার তারা জার্মান পাওয়ারহাউজ বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল ১-০ গোলের ব্যবধানে। ফলে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল স্প্যানিশ ক্লাবটি।

বুধবার (৬ মার্চ) রাতে ঘরের মাঠে পরিচিত দর্শকদের সামনে উজ্জীবিত ফুটবল খেলে ভিয়ারিয়াল। যার ফলে শুরুতেই কয়েকটি জোরাল আক্রমণে বায়ার্নকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৮ম মিনিটে জার্মান ক্লাবটির জালের ঠিকানা খুঁজে নিয়ে ভিয়ারিয়ালকে উচ্ছ্বাসে ভাসান আরনাত দানজুমা।

ভিয়ারিয়ালের মাঠে সমতায় ফিরতে উন্মুখ বায়ার্ন মিউনিখের একের পর এক প্রচেষ্টা মাটি করে দিয়ছে ভিয়ারিয়ালের দুর্দান্ত রক্ষণভাগ। উল্টো আরও কয়েকটা গোলের হাত থেকে বেঁচে যায় একটা শট পোস্টে লেগে ফিরে আসলে। আরেকটা গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে। আর ফিনিশিংয়ের অভাবে সুযোগ নষ্ট হওয়া তো আছেই। যার ফলে দ্বিতীয়বারের মত গোল উদযাপন করার সৌভাগ্য হয়নি স্বাগতিকদের।


ইউরোপিয়ান লিগে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের চলতি মৌসুমে এটি প্রথম হার। আর টুর্নামেন্টের ইতিহাসে বায়ার্নের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে ভিয়ারিয়াল।

আগামী ১৩ এপ্রিল বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফিরতি লেগের ম্যাচে হার এড়াতে পারলেই সেমির টিকিট নিশ্চিত করবে স্পেনের ক্লাবটি। আর স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই লেভানডফস্কি-ক্যোমানদের। 

Link copied!