করাচিতে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৫০৬ রান। ১৭২ ওভার ব্যাট করে বাবর আজমদের এই রান তাড়া করতে হত। টেস্ট ইতিহাসে এত রান করে জয়ের রেকর্ড যে নেই অন্য কোনো দেশের। ফলে বোঝায় যাচ্ছিল হয়ত হারের মুখে পড়তে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু জয়ের পথে না হেঁটে ড্রয়ের দিকেই এগিয়েছে পাকিস্তান। আর তাতে আব্দুল্লাহ শফিক, বাবর আজম ও রিজওয়ানের কল্যাণে ৭ উইকেটে ৪৪৩ রান করে ড্র করেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫৫৬ রানের জবাবে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দলীয় সর্বোচ্চ ৩৬ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। আর দ্বিতীয় ইনিংসে অজিরা ৯৭ রান করে ইনিংস ঘোষণা করার পর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে করে ৪৪৩ রান।
এই অসাধ্যকে জয় করা সম্ভব হয়েছে পাক অধিনায়ক বাবরের দূরদর্শিতায়। তার অনবদ্য ১৯৬ রানের ইনিংস পাকিস্তানের নিশ্চিত পরাজয় এড়াতে বড় ভূমিকা রেখেছে। অবশ্য ওপেনার আব্দুল্লাহ শফিকের ৯৬ ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ১০৪ রানও ভূমিকা রেখেছে।
এদিকে বাবরের এমন ব্যাটিংয়ের পর তাকেই বর্তমানের বিশ্বসেরা হিসেবে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। শুধু টেস্ট ক্রিকেট নয়, তিন ফরম্যাট মিলিয়েই বাবর এখন বিশ্বের সেরা ব্যাটার বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
সাদা বলের ক্রিকেটে আগে থেকেই টপ ব্যাটারের খ্যাতি বাবর আজমের দখলে। করাচি টেস্টের পর সেই তকমাটা টেস্টেও পেয়ে গেলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভন লিখেছেন, ‘কোনো প্রশ্নের সুযোগ নেই। আমার মতে, বর্তমান বিশ্বে বাবর আজমই তিন ফরম্যাট মিলে বিশ্বসেরা অলরাউন্ড ব্যাটার।’
সবশেষ আইসিসি টেস্ট র্যাংকিংয়েও বিরাট কোহলিকে টপকে গেছেন বাবর আজম। ৭৪৩ পয়েন্ট নিয়ে তার অবস্থান আট নম্বরে। আর এক পয়েন্ট কম নিয়ে ঠিক তার নিচের স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।