• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবরদের কী বলে সান্ত্বনা দিলেন ইমরান খান? 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০৫:৫৮ পিএম
বাবরদের কী বলে সান্ত্বনা দিলেন ইমরান খান? 

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে যেভাবে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। তাতে সবাই ধারণা করেছিল যে, এবার চ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরবে বাবর আজমরা। কিন্তু অস্ট্রেলিয়া তা হতে দেয়নি, পাকিস্তানকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে ওঠেছে তারা। ফলে শিরোপা না জেতা এমনকি ফাইনাল না খেলতে পারার কষ্ট নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে পাকিস্তানকে। দলের এমন কষ্টের মূহুর্তে তাদের পাশে দাঁড়িয়েছেন সাবেক ক্রিকেট তারকা ও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

নিজ দেশের খেলোয়াড়দেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে বলছেন বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক। এমনকি অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি ইমরান খান। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইমরান খান লিখেছেন, ‘বাবর ও পাকিস্তানি দলের উদ্দেশ্যে জানাতে চাই যে আমি বর্তমানে তোমাদের মনের অবস্থা জানি। ক্রিকেট মাঠে আমিও বহুবার এমন হতাশার মুখোমুখি হয়েছি। তবে তোমরা যে ধরনের ক্রিকেট খেলেছ এবং জয়ে যে রকমের নম্রতা দেখিয়েছ, তার জন্য তোমাদের গর্ব করা উচিত। অস্ট্রেলিয়াকে অনেক অভিনন্দন।’

বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশে আসবে পাকিস্তান। বাংলাদেশে এসে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে বাবর আজমরা।

Link copied!