• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
টোকিও অলিম্পিক

বাছাইপর্ব থেকেই বিদায় নিলেন বাকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১২:৩৬ পিএম
বাছাইপর্ব থেকেই বিদায় নিলেন বাকি

কমনওয়েলথ গেমসে দুবারের রুপাজয়ী শ্যুটার আব্দুল্লাহ হেল বাকিকে নিয়ে এবার স্বপ্ন বেশ বড়ই ছিল। কিন্তু শুরুতেই ভঙ্গ হল স্বপ্নের। টোকিও অলিম্পিকের বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশি এই শুটার। 

রোববার (২৫ জুলাই) খেলা ছিল শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের। আলাস্কা শ্যুটিং রেঞ্জে অনুষ্ঠিত এই কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি।

বাংলাদেশি এই শ্যুটার করেছেন ৬১৯.৮ স্কোর। তাতে ৪৭ জন প্রতিযোগির মধ্যে ৪১ তম হয়েছেন তিনি। এই বাছাইপর্বের সেরা ৮ শ্যুটার খেলবেন ফাইনালে। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় তার। 

আবদুল্লাহ হেল বাকি প্রথম সিরিজের ১০ শ্যুটে তুলে নেন ১০২.৮ স্কোর। ছয় সিরিজের পরের পাঁচটিতে তিনি করেছেন যথাক্রমে ১০৩.৪, ১০২.৯, ১০৩.৮, ১০৩.৮ ও ১০৩.১ স্কোর। গড় স্কোর ১০.৩৩ নিজে শেষ করেন বাকি। আর মোট স্কোরটা দাঁড়ায় ৬১৯.৮-এ।

গেল অলিম্পিকে যখন প্রতিযোগিতায় নেমেছিলেন বাকি, তখন এই সংখ্যাটা দাঁড়িয়েছিল ৬২১.২। অবস্থানও ছিল অন্তত এবারের চেয়ে উন্নত। ৫০ প্রতিযোগির মাঝে তিনি শেষ করেছিলেন ২৫তম হয়ে। 

Link copied!