• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ-পাকিস্তান বলেই সিরিজ বাতিল, ভারতে হত না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৯:৩৬ পিএম
বাংলাদেশ-পাকিস্তান বলেই সিরিজ বাতিল, ভারতে হত না

পাকিস্তান সফরে এসেও ম্যাচ শুরু হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। কারণ হিসেবে কিউইরা দাঁড় করিয়েছিল নিরাপত্তাহীনতা। এর কয়েকদিন পরে ইংল্যান্ডও বাতিল করেছে পাকিস্তান সফর। এবার পাকিস্তানে সিরিজ খেলবে কিনা তা নিয়ে দোটানায় অস্ট্রেলিয়া। তবে এরই মধ্যে বোমা ফাটিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত অজি ক্রিকেটার উসমান খাজা। পাকিস্তান ও বাংলাদেশ সফরকে সহজেই না করা যায় বলে জানিয়েছেন উসমান খাজা। 

ক্রিকেটের শক্তিধর দেশগুলো চাইলেই বাংলাদেশ ও পাকিস্তান সফর বাতিল করতে পারে। আর সিরিজ বাতিল করা দ্বিমুখী আচরণের বহিঃপ্রকাশ জানিয়ে খাজা বলেন, ‘বর্তমানে কয়েকটি সফর বাতিলের ঘোষণা দ্বিমুখী আচরণের বহিঃপ্রকাশ। আমি মনে করি পাকিস্তান ক্রিকেটের জন্য অনেকটাই নিরাপদ। পাকিস্তান বলে সফর বাতিল করা সহজ। একই কাজ বাংলাদেশের সঙ্গেও করা যায়। কিন্তু ভারত হলে এই পরিস্থিতিতে কেউ সফর বাতিল করতো না কারণ, টাকা কথা বলে।’

আইসিসি সূচি অনুসারে ২০২২ সালের ফেব্রুয়ারী-মার্চে পাকিস্তান সফরের কথা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। তবে অস্ট্রেলিয়ার এই সফর বাতিল করার কোনো কারণ দেখেন না খাজা। বলেন, ‘অস্ট্রেলিয়ার পাকিস্তান না যাওয়ার কোনো কারণ দেখছি না।’

খাজা আরও বলেন, ‘পাকিস্তান নিজেদের বারবার প্রমাণ করেছে ক্রিকেটের জন্য তারা কতটা নিরাপদ। আমি ও আমার বন্ধু বেন কাটিং পাকিস্তানে খেলেছি। আমরা জানি সেখানে সফর করা অনেকটা নিরাপদ। সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক কড়া। এ কথা গুলো অবশ্য ১০ বছর আগে বলা যেত না। কিন্তু এখন পাকিস্তান সফর শতকরা ১০০ ভাগ নিরাপদ তা বলাই যায়।’

২৩ বছর আগে ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া।

Link copied!