• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হচ্ছেন জেমি সিডন্স


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৮:৫১ এএম
বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হচ্ছেন জেমি সিডন্স

১০ বছর আগে বাংলাদেশ দল থেকে বিদায় নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচ জেমি সিডন্স। মাঝে কয়েকবার প্রধান কোচ হিসেবে ফিরে আসার খবর শোনা গেলেও সেসব কেবল গুঞ্জনই থেকে গেছে। তবে এবার প্রধান কোচ নয়, ব্যাটিং পরামর্শক হিসেবে দলে যোগ দিচ্ছেন এই অভিজ্ঞ কোচ।

জেমিকে নিয়ে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করলেন জেমি ফিরছেন বাংলাদেশের ক্রিকেটে।

পাপন বলেন, “জেমি সিডন্সকে আমরা ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কী করবে, সেটা এখনো ফাইনাল করা হয়নি। আশা করছি, ফেব্রুয়ারিতেই হয়তো সবকিছু ঠিক থাকলে তিনি আমাদের এখানে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে যোগ দেবেন।”

ধারণা করা হচ্ছে, ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ দিয়েই আবারও দলে যোগ দিতে যাচ্ছেন জেমি। সিনিয়র ক্রিকেটারদের দাবি মেটাতেই বিসিবি তাকে আবারও ফিরিয়ে আনছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!