দশ বছর আগে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেও তামিমদের ব্যাটিংয়ের মান উন্নয়নের সফলতায় বরাবরই আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স। এর মাঝে কয়েকবার প্রধান কোচ হিসেবে তার ফিরে আসার গুঞ্জনও শোনা যায়। তবে সেসব কেবল গুঞ্জনই থেকে গেছে।
অবশেষে এবার প্রধান কোচ না হলেও, ব্যাটিং পরামর্শক হিসেবে টাইগারদের দায়িত্ব ফিরে পেয়েছে এই অভিজ্ঞ কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করলেন আবারও জেমি ফিরছেন বাংলাদেশের ক্রিকেটে।
পাপন বলেন, "তাকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কি করবে সেটা এখনও ফাইনাল করা হয় নাই। আশা করছি ফেব্রুয়ারিতেই হয়ত বা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে।"
ধারণা করা হচ্ছে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ দিয়েই আবার দলে যোগ দিতে যাচ্ছেন জেমি। সিনিয়র ক্রিকেটারদের দাবি মেটাতেই বিসিবি তাকে ফিরিয়ে আনছে।