• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের বিপক্ষে প্রীতি কাবাডি ম্যাচ খেলবে নেপাল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৫:০৩ পিএম
বাংলাদেশের বিপক্ষে প্রীতি কাবাডি ম্যাচ খেলবে নেপাল 
ছবি সংগৃহীত

একদিন আগেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্বাগতিক বাংলাদেশ। এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি দলগুলো দেশের পথে পাড়ি দিয়েছেন। তবে ব্যতিক্রম নেপাল জাতীয় কাবাডি দল। তারা দেশে ফিরবে দুইদিন পর। কারণ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল শনিবার দেশটির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

নেপাল জাতীয় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বাগতিকরা বাংলাদেশ জাতীয় দল নামে খেলবে না। বাংলাদেশ কাবাডি ফেডারেশন (বিকেএফ) সেভেন নামে খেলবে স্বাগতিকরা।

শনিবার (২৬ মার্চ) জাতীয় কাবাডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কাবাডির ইতিহাসে এবারই প্রথম প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে কোনো বিদেশি দলের বিপক্ষে।

নেপাল দলটি সদ্য সমাপ্ত দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছিল। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া চূড়ান্ত দলে সুযোগ না পাওয়া জাতীয় দলের ক্যাম্পে থাকা বাকি খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে ‘বিকেএফ সেভেন’ দলটি।

Link copied!