আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নারীদের ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। তার একদিন আগেই পর্দা উঠবে আইসিসি ১২তম নারী ওয়ানডে বিশ্বকাপের। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপ প্রথম হলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওয়ানডে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী প্রমীলা দল।
শক্তিমত্তার জানান দিয়েছিল বাংলাদেশ আগেই। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয় করেছিল বাংলাদেশ নারী দল।
এবারের বিশ্বকাপে অংশ নেবে আট দল। নিউজিল্যান্ড স্বাগতিক দেশ হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে। পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকায় বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাংলাদেশকে খেলতে হয়েছে বাছাই পর্ব।
বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে এবং পরবর্তী ম্যাচ ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের নারীরা।