• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিল পাকিস্তান 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:৫০ পিএম
বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিল পাকিস্তান 

আইসিসি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিম্বাবুয়ের হারারেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল ও পাকিস্তান নারী দল। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করেছে পাকিস্তান নারী দলে। জয়ের জন্য সালমাদের প্রয়োজন ২০২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন নিদা দার। 

দলীয় ১৪ রানে আয়েশা জাফরের রান আউটের মাধ্যমে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর বল হাতে বাংলাদেশকে সাফল্য এনে দেন রিতু মনি। মুনিবা আলীকে নিগার সুলতানার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। মুনিবার ব্যাট থেকে আসে ২২ রান। ওয়াইমা শোহালি নেমে রানের খাতা খুলতে পারেননি। ইরাম জাভেদের ব্যাট থেকে আসে ৩ রান। 

৪৯ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন নিদা দার ও আলিয়া রিয়াজ। দুইজনের জুটি ভাঙ্গে ১৮৬ রানে। ২টি ছয় ও ৮টি চারে ১১১ বলে ৮৭ রান করেন নিদার দার। এছাড়া আলিয়া রিয়াজের ব্যাট থেকে আসে ৮২ বলে ৬১ রান।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করেছে পাকিস্তান নারী দল। 

বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন রিতু মনি ও নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। 

Link copied!