• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশকে হেসেখেলে হারাল ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৭:০৬ পিএম
বাংলাদেশকে হেসেখেলে হারাল ইংল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২৪ রান তুলতে পারে বাংলাদেশ। তখনই অনেকটা নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। বাংলাদেশের করা রান হেসেখেলেই টপকে গেছে ইংল্যান্ড। এই সংস্করণে ইংলিশদের সঙ্গে প্রথম দেখায় ৮ উইকেটের হার নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের। 

এই হারে অবশ্য লড়াইটা কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে এখন পর্যন্ত কোনো পয়েন্ট ঝুলিতে যোগ করতে পারেনি তারা। পরবর্তী ৩ প্রতিপক্ষ—ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় সহজ হবে না।

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশর সঙ্গে প্রথম দেখায় সহজেই জিতেছে ইংল্যান্ড। ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই ইংলিশদের চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। ১৪.১ ওভারে ২ উইকেটে ১২৬ করে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। 

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানে ওপেনার জস বাটলারকে হারায় ইংল্যান্ড। নাসুম আহমেদের বলে আউট হওয়ার আগে ১৮ রান করেন বাটলার। 

অন্য ওপেনার জেসন রয়ের সঙ্গে যোগ দেন ডেভিড মালান। এই দুই ব্যাটারে ভর দিয়েই জয়ের পথ খুঁজে নেয় ইংল্যান্ড। জেসন রয় অবশ্য ব্যক্তিগত ৬১ রানে শরিফুল ইসলামের শিকার হয়ে মাঠ ছাড়েন। তার ৩৮ বলের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চারের মার। মালানের সঙ্গে তার জুটিটি ছিল ৪৮ বলে ৭৩ রানের। এরপর জনি বেয়ারস্টোকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন মালান। মালান ২৮* রানে ও বেয়ারস্টো ৮* রানে অপরাজিত ছিলেন।

Link copied!