আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। সফরের আগে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, শুধু ভালো ক্রিকেট খেলতে নয়, অন্তত একটি ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে এসে ঐতিহাসিক এক সিরিজ জয় করে নিয়েছে টাইগাররা। তাতে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষস্থানটা সুসংহত হলো বাংলাদেশের।
প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে ২০ বছর পর প্রথম জয়ের দেয়ার পর সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারনী ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এমন আধিপত্য বিস্তার করা জয়ের পর শিষ্যদের বিশ্বকাপ জেতার অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন এক জয়ের পর বাংলাদেশ দলের ভেতর বিশ্বকাপ জয়ের তাড়নাই ঢুকিয়ে দিয়েছেন ডোমিঙ্গো। বিষয়টি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজেই জানিয়েছেণ। তামিম বলেন, ‘‘কাল (বুধবার) ম্যাচ শেষে রাসেল দারুণ একটি কথা বলেছে, তিনি বলেছেন, এই সিরিজ জেতার পর তোমরা যদি বিশ্বাস না করো যে, তোমরা বিশ্বকাপ জিততে পারবে তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করবে না। আমি মনে করি, এটা খুব ভালো বার্তা। আমি মনে করি, এটা দিয়ে শুরু হলো।’’
ঐতিহাসিক এই সিরিজ জয়ের কৃতিত্ব পুরো দলের মাঝে বন্টন করে দিয়েছেন তামিম। ওয়ানডে অধিনায়কের ভাষায়, ‘‘আমরা মনে হয় কোচরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের কাছে যে তথ্য ছিল তা তারা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছে। পাশাপাশি এটাও বলতে হবে যে, এর আগে যারা কাজ করে গেছে তাদেরও এই সফলতার পেছনে অবদান আছে। ওদের কথাও ভুলে গেলে হবে না। আর যারা কাজ করছে তাদের তো অবশ্যই আছে। এটা দলীয় প্রচেষ্টার ফল। কোচিং স্টাফরাও এর অংশ। সবাই সবার কাজটা ঠিকঠাক করেছে দেখেই অর্জন।’’
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা খেলেছিল পুরো শক্তির দল নিয়েই। টেস্ট সিরিজে শীর্ষ সারির ক্রিকেটার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিদের পাচ্ছে না দলটি। তবে পূর্ণশক্তির দলকে তাদেরই মাটিতে টেস্টে হারানোর কৃতিত্ব তো বাংলাদেশ দেখিয়েছে এই এক মাস আগেই! সঙ্গে সাম্প্রতিক সময়ের দারুণ সব পারফর্ম্যান্স বাংলাদেশকে টেস্টেও দারুণ কিছুর আশা দেখাচ্ছে।
তামিম বলছেন, ‘আমরা যেভাবে খেলছি, টেস্টে আমাদের সুযোগ আছে। তবে এখানে ৫ দিনের খেলা। এটা একেবারেই ভিন্ন একটি সংস্করণ।’
আগামী ৩১ মার্চ ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ৮ এপ্রিল হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।