বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৭:১৮ পিএম
বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এক বিরল রেকর্ড গড়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারনী অঘোষিত এ ফাইনালে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন ৯ বাঁহাতি ব্যাটসম্যান। এর মাধ্যমেই গড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর বিশ্বরেকর্ড। 

আজকের ম্যাচে ডানহাতি ব্যাটসম্যান কেবল অধিনায়ক মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ছিলেন সাত বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে  ৮ বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়ে রেকর্ড গড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটাই ছিল সর্বোচ্চ বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর রেকর্ড। আজ ৯ বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়ে রেকর্ডটি পোক্ত করে নেয় বাংলাদেশ। 

Link copied!