২০২১ সালের বর্ষসেরার পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
সেরা একদিনের ক্রিকেটার বাবর আজম। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি গেল পাকিস্তানের তরুণ স্টার শাহিন শাহ আফ্রিদির ঝুলিতে। আর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জো রুট।
শাহিন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, বছরজুড়েই চমৎকৃত করেছেন ক্রিকেটপ্রেমীদের। গত বছর ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৭৮টি উইকেট নিয়েছেন। গড় ২২.২০।
তার সেরা সাফল্য ৫১ রানের বিনিময়ে ৬ উইকেট। স্যর গারফিল্ড সোবার্স ট্রফি পাচ্ছেন এই পাক তারকা।
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ান খেলেছিলেন ২৯টি ম্যাচ। এই উইকেটরক্ষক ব্যাটার ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬।
ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে সবচেয়ে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক জো রুট। টেস্টে গত বছর তার ফর্মই ছিল তুঙ্গে। গত বছর ১৫টি টেস্টে ছয়টি শতকসহ ১৭০৮ রান করেন রুট।
আইসিসির বিচারে বর্ষসেরা একদিনের ক্রিকেটার হয়েছেন বাবর আজম। ২০২১ সালে বাবর আজম ৬টি ওয়ানডে ম্যাচে খেলে করেন ৪০৫ রান।
দুটি সেঞ্চুরি করেন তিনি। এই পুরস্কারের জন্য চূড়ান্তভাবে সাকিব আল হাসানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয় আজমের।