পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। দেড় যুগের ক্যারিয়ার ইতি টানার ঘোষণা দেন তিনি। ফিক্সারদের বিরুদ্ধে সরব হাফিজ শেষ সময়েও জানান তিনি চান না ফিক্সিংয়ের সঙ্গে জড়িতরা দ্বিতীয়বার সুযোগ পাক।
লাহোরে সোমবার (৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনে হাফিজ আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলেন। বিদায়ের মুহূর্তে তার ক্যারিয়ারের ঘটনাবহুল বর্ণিল অধ্যায়ের যেমন আলোচনা হয়, ঠিক তেমনি আলোচনায় আসে ফিক্সিংয়ের মতো হতাশাজনক অধ্যায়েরও।
যদিও স্পট ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা খেলোয়াড়দের সঙ্গে হাফিজকে খেলতে হয় মাঠে। তবে তিনি মন থেকে এখনো তাদের মেনে নিতে পারেননি।
হাফিজ বলেন, “আমি ফিক্সারদের বিরুদ্ধে তখনো ছিলাম, এখনো আছি। চাইনি তারা দ্বিতীয়বার সুযোগ পাক। সে সময় পিসিবি থেকে বলেছিল আমার নিজের কথা ভাবতে। অন্যদের বিষয়ে চুপ থাকতে। তাদের দ্বিতীয় সুযোগের এই ঘটনায় আমি ভেঙে পড়েছিলাম।”