টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর একেবারে শেষ পর্যায়ে। ১৪ তারিখ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ফাইনালের মাধ্যমে শেষ হবে এই বৈশ্বিক আসর। এবারই প্রথম ফাইনালে উঠেছে কিউইরা, আর অজিদের দ্বিতীয়। প্রথমবার ফাইনালে উঠে দলের হাতে শিরোপা উঠলে তখনই চূড়ান্ত আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন সেমি ফাইনাল জয়ের নায়ক জিমি নিশাম।
নিশামের না পাওয়ার ক্ষত এখনো শুকায়নি। দুই বছর আগে ওয়ানডে বিশ্বকাপে এবারের আসরে সেমি ফাইনালে হারানো ইংল্যান্ডের কাছেই বাউন্ডারি আইনে শিরোপা খোয়াতে হয় তাদের। তখনো দলে ছিলেন নিশাম। নায়ক হতে গিয়েও হতে পারেননি। লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে প্রথম ৫ বল খেলে এক ছয়ে তুলেছিলেন ১৪ রান। কিন্তু শেষ বলে মার্টিন গাপটিল রানআউট হওয়ায় ম্যাচ টাই হয়। বেশি বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এবার সেমি ফাইনালের ম্যাচে জয়ের একেবারে কাছে পৌঁছে সতীর্থরা যখন উল্লাস করছিল, নিশাম ছিলেন নির্বিকার। ইএসপিএন সেই ছবি টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছিল, ‘নিশাম একটুও নড়ছেন না।’
নিশাম সেই পোস্ট রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাজ কি শেষ হয়েছে? আমার মনে হয় না।’
ফাইনাল জয়ে দলের আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে বলে জানান এই কিউই তারকা। তিনি বলেন, ‘সেমি ফাইনাল জয়ে আনন্দ অবশ্যই অর্থপূর্ণ। কিন্তু এখনো আমাদের কাজ শেষ হয়নি। একটা মাত্র ম্যাচ বাকি এবং আমরা যদি ঠিকঠাক কাজটা করতে পারি তবে আনন্দের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটবে।’