• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয়ের শঙ্কা ভারতের


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১১:১৮ এএম
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয়ের শঙ্কা ভারতের

দক্ষিণ আফ্রিকা সফরে খুব একটা সুবিধা করতে পারছে না ভারত। টেস্ট সিরিজ পরাজয়ের পর ওয়ানডেও শুরু পরাজয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (১৯ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার জয় ৩১ রানে। প্রোটিয়াদের ২৯৭ রানের লক্ষ্য তাড়ায় ভারত থমকে যায় ২৬৫ রানে।

ফন ডার ডাসেনের অপরাজিত ৯৬ বলে ক্যারিয়ার সেরা ১২৯ রান ও অধিনায়ক বাভুমার ১৪৩ বলে ১১০ রানে ভর করে প্রোটিয়ারা সংগ্রহ নিয়ে যায় তিনশ'র কাছাকাছি। চতুর্থ উইকেট জুটিতে দুই জন উপহার দেন ১৮৪ বলে ২০৪ রান। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে ২৯৭ রান তাড়া করতে নেমে ভারতের ৩ জন ব্যাটার অর্ধশতকের ঘরে পৌঁছাতে পেরেছেন। শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর ও সদ্য টেস্ট অধিনায়কের পদ থেকে অব্যাহতি নেওয়া বিরাট কোহলির অর্ধশতকও দলের পরাজয় এড়াতে পারেনি। ভারতের ইনিংস থামে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানে। প্রোটিয়ারা ম্যাচ জিতে নেয় ৩১ রানে। 

শুক্রবার (২১ জানুয়ারি) একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের সামনে সিরিজ বাঁচানোর লড়াই।

খেলা বিভাগের আরো খবর

Link copied!