• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬
নারী বিশ্বকাপ

প্রস্তুতিতে হার দিয়েই শুরু বাংলাদেশের


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:০৪ পিএম
প্রস্তুতিতে হার দিয়েই শুরু বাংলাদেশের
ছবি- সংগৃহীত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। আগামী ৫ মার্চ চূড়ান্ত পর্ব খেলবে টাইগ্রেসরা। তার আগে দুইটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে নিগার সুলতানারা। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড নারী দলের কাছে ১০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

টস জিতে প্রতিপক্ষ ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার রানের চাকা সচল রাখেন। দলীয় ৮১ রানে ওপেনার ট্যামি বিউমন্ট ব্যক্তিগত ৩৮ রানে আউট হন। আরেক ওপেনার লউরেন উইনফিল্ড হিল (৫৫) অর্ধশতক তুলে নেন।

ইংলিশ ব্যাটার ন্যাট সাইভার শত রান তুলে নেন। ইংলিশদের ইনিংস থামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১০ রানে।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ৩টি, সুরাইয়া আজমিন ও রিতু মনি দুইটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১৫ রানে মুর্শিদা খাতুন উইকেট বিলিয়ে আসেন। শারমিন সুলতানা ও শারমিন আক্তার হাল ধরার চেষ্টা করেন। শারমিন সুলতানা ব্যক্তিগত ৩৩ রানে আউট হলেও শারমিন আক্তার ৮১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। 

শারমিন আউট হলে আর কারও ব্যাট ঝলক দেখাতে পারেনি। ৪৯.৪ ওভারেই ২০১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ইংলিশরা জয়ী হয় ১০৯ রানে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!