• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রশ্নের মুখে সিলেট সানরাইজার্স


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১১:৩৬ এএম
প্রশ্নের মুখে সিলেট সানরাইজার্স

এবারের প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে সিলেট সানরাইজার্স খুব একটা সুবিধা করতে পারছে না। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে দলটি। ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না মাঠের খেলায়। তবে মাঠের চেয়েও মাঠের বাইরের ঘটনায় আলোচিত সিলেট। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনার পর্ব শেষ হতে না হতেই জানা যায় সিলেটের তাসকিন আহমেদকে নিয়ে দলের সঙ্গে কোন্দলের খবর। পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির ঝামেলার খবর মেলে। পরে তাসকিন জানান ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে।

এখানেই তাসকিন ইস্যু শেষ নয়। শেষ পর্যন্ত দল থেকে বিদায়ই হলেন জাতীয় দলের এই তারকা। সিলেটের পক্ষ থেকে জানানো হয়, পিঠের চোটের কারণে দলের বাকি ম্যাচে আর পাওয়া যাবে তাসকিনকে। তার বদলি হিসেবে তরুণ পেসার এ কে এস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট।

সোমবার (৮ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনের পরিবর্তে টস করতে আসেন বিদেশি ক্যাটাগরির খেলোয়াড় রবি বোপারা। যদিও প্লেয়ার লিস্টে মোসাদ্দেকের নামই ছিল অধিনায়ক হিসেবে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, নিজের পারফরম্যান্সে ফোকাস করতেই অধিনায়কত্ব করতে চাননি মোসাদ্দেক।

এদিকে, অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়েছেন বোপারা। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়েছেন সিলেটের নাম। দুই হাতের নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার চেষ্টা আম্পায়ারদের চোখ এড়ায়নি। ফলে নতুন বলে খেলা চালিয়ে যেতে হয়। শাস্তি হিসেবে সিলেটকে পাঁচ রানের জরিমানা করা হয়, যা যুক্ত হয় খুলনার ইনিংসের সঙ্গে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!