• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬
টি-টোয়েন্টি সিরিজ

প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা পাকিস্তানের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০১:২৩ পিএম
প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা পাকিস্তানের
বাবর আজম

শুক্রবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে প্রথম ম্যাচের ১ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

১৮ সদস্যের স্কোয়াড নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। সফরে ৩টি-টোয়েন্টির পাশাপাশি ২টি টেস্ট খেলবে তারা। এই টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টি-টোয়েন্টির আগে ঘোষিত দলে অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রথম ম্যাচের জন্য ১২ জনের নামের তালিকা প্রকাশ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ সদস্যের স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

Link copied!