• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

প্যারাগুয়ে খুবই অস্বস্তিকর প্রতিপক্ষ: আর্জেন্টিনা কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৫৩ পিএম
প্যারাগুয়ে খুবই অস্বস্তিকর প্রতিপক্ষ: আর্জেন্টিনা কোচ

কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে দুই দল।

নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে জয়ে বেশ চনমনে আর্জেন্টিনা শিবির। মঙ্গলবার ভোরে বেশ আত্মবিশ্বাস নিয়েই নামবেন লিওনেল মেসিরা। 

অন্যদিকে বলিভিয়াকে হারিয়ে এবারের আসর শুরু করেছে প্যারাগুয়ে। তাই প্রতিপক্ষ নিয়ে একটু সতর্ক আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শুরুর তাই তার কণ্ঠে প্যারাগুয়ের প্রতি সমীহই ঝড়ে পড়ছে।

প্রতিপক্ষ প্যারাগুয়েকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে আর্জেন্টাইন কোচ বলেছেন, “প্যারাগুয়ে খুবই অস্বস্তিকর এবং কঠিন প্রতিপক্ষ, যারা নিজেদের খেলাটা জানে এবং তাদের দারুণ একজন কোচ আছে।”

এদিকে আর্জেন্টাইন একাদশে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্যারাগুয়ের বিপক্ষে জায়গা পেতে পারেন সার্জিও আগুয়েরো। অবশ্য একাদশ নিয়ে রহস্যই রেখে দিয়েছেন স্কালোনি, “যারা তুলনামূলকভাবে ভালো, তারাই খেলবে। দলের সবার প্রতি আস্থা আছে আমাদের। আর্জেন্টিনা দলে যে ২৮ জন আছে, তারা সবাই খেলতে পারে শুরুর একাদশে।”

Link copied!