• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

পোর্ট এলিজাবেথে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০১:৩৮ পিএম
পোর্ট এলিজাবেথে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ২২০ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। পোর্ট এলিজাবেথে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। 

শুক্তবার (৮ এপ্রিল) সেন্ট জর্জেস পার্কে দুই দলের সফরের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। 

পেটের পীড়ায় ডারবানের প্রথম টেস্ট খেলতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি এখন পুরোপুরি সেরে উঠেছেন। যার ফলে সাদমান ইসলামের পরিবর্তে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরেছেন তিনি। আর চোটে পড়ে পেসার তাসকিন আহমেদ দেশে ফিরে এসেছেন। তার জায়গায় খেলছেন স্পিনার তাইজুল ইসলাম।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের একাদশে কোন পরিবর্তন আনেননি। ডারবান টেস্টের একই একাদশ নিয়ে মাঠে নামছেন স্বাগতিকরা।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, রায়ান রিকলটন, টেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), ওয়ায়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হার্মার, লিজাদ উইলিয়ামস ও ডৌওনি অলিভিয়ার।

Link copied!