• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিএসজির অধরা শিরোপা জেতাবেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৬:৩৬ পিএম
পিএসজির অধরা শিরোপা জেতাবেন মেসি

স্প্যানিশ ক্লাব বার্সোলোনার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এখন প্যারিসে। কাতালান ক্লাবটির সঙ্গে আর্থিক জটিলতার কারণে নতুন চুক্তিতে স্বাক্ষর না করার ফলে নতুন ক্লাবে ঠায় নিতে হলো মেসিকে। আর দলে যোগ দিয়েই প্রতিশ্রুতি দিলেন ট্রফি জেতার।

ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবল জাদুকর বার্সার হয়ে সম্ভাব্য সব ট্রফির ছোঁয়া পেয়েছেন। ব্যক্তিগত অর্জনের দিকেও তার ধারেকাছে নেই কেউ। বার্সার হয়ে ২১ বছর খেলে ৩৪ বছর বয়সী মেসি জিতেছেন ৩৫ শিরোপা। নতুন ক্লাব পিএসজির হয়ে আরও শিরোপা জয়ের লক্ষ্য এই ফুটবল জাদুকরের। 

পিএসজির হয়ে প্রথম সংবাদ সম্মেলনে মেসি বলেন, “আমি এখানে থাকতে পেরে খুব খুশি। আমার খেলার ইচ্ছা আছে এবং আমি এখনো খেলতে চাই এবং আমার ক্যারিয়ারের প্রথম মুহূর্তে যতটা চেয়েছি, জিততে চাই। এই ক্লাবটি সমস্ত ট্রফির জন্য লড়াই করার জন্য প্রস্তুত। এটাই আমার লক্ষ্য, ধারাবাহিকতা বজায় রাখা, শিরোপা জিততে থাকা এবং সে জন্যই আমি এখানে এই ক্লাবে এসেছি। আমি আশা করি আমরা এটা করতে পারব।”

ফ্রান্সের এ ক্লাবেই খেলেন মেসির বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ নেইমার জুনিয়র। এছাড়া আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি ও ডি মারিয়ার মতো তারকারা। 

Link copied!