গতকাল বুধবার (২ মার্চ) পাকিস্তান ক্রিকেটের মহিলা উইংয়ের প্রধান তানিয়া মালিক ঘোষণা করেছেন, নারী ক্রিকেটারদের জন্য আগামী বছর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের স্টাইলে লিগের আয়োজন করবে।
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চলতি বছরই লিগ শুরু করার চিন্তা ছিল বোর্ডের। তবে ব্যস্ত সিডিউল থাকায় পরবর্তী বছরে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান নারী দল বেশ উন্নতি করছে। তারা ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও বাংলাদেশকে হারিয়ে বেশ ভালো প্রস্তুতি সম্পন্ন করেছে। তানিয়া মালিক আশা প্রকাশ করছেন, তার দল শেষ চারে খেলতে পারবে।
এদিকে পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন তৃণমূল পর্যায়ে মহিলাদের ক্রিকেটের প্রচারে বেশ প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আগামী কাল ৪ মার্চ দক্ষিণ পাঞ্জাব ও সিন্ধুর মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী দিবস উদযাপনের অংশ হিসেবে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।