বোলার হিসেবে বিশ্ব ক্রিকেটে সেরাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার আগুনে বোলিংয়ে ঘাম ঝরেছে ব্যাটারদের। এতদিন মাঠে একজন বোলার হিসেবে খেললেন, এবার অধিনায়কের দায়িত্ব উঠছে তার কাঁধে। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন তিনি।
এর আগে ডোয়াইন ব্র্যাভো, মোহাম্মদ হাফিজ, ব্রেন্ডন ম্যাকালামের মতো তারকা ক্রিকেটাররা অধিনায়কত্ব করেছেন লাহোর কালান্দার্সে। তবে তাদের হাত ধরে শিরোপা জিততে পারেনি লাহোর। তাই শিরোপা জয়ের লক্ষ্য অধিনায়ক হিসেবে তরুণ বোলার শাহীন আফ্রিদিকেই বেছে নিয়েছে তারা।
বিগত দুই বছর দলের অধিনায়কত্ব করার পর আসন্ন মৌশুমে শোহেল আখতার দলে থাকলেও তার বদলে শাহিনকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক তারকা খেলোয়াড় নিয়েই দল গঠন করেছে লাহোর কালান্দার্স।
আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের হারিস রউফ, ফখর জামান, মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে ফ্রাঞ্চাইজিতে। তারকাদের ভিড়ে মেগা টুর্নামেন্টে শাহিন কীভাবে নিজের বোলিংয়ের পাশপাশি অধিনায়কের দায়িত্ব সামলাবেন, এখন তা দেখার বিষয়।