• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তান না ছেড়ে কোনো উপায় ছিল না কিউইদের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৩:০১ পিএম
পাকিস্তান না ছেড়ে কোনো উপায় ছিল না কিউইদের 

নিরাপত্তাজনিত কারণে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচের কয়েক মিনিট আগে পাকিস্তান সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। হঠাৎ করেই সফর বাতিল করার কারণ জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। 

এক বিবৃতিতে হোয়াইট জানান, গোয়েন্দা সংস্থা থেকে তারা যে তথ্য পেয়েছিল তাতে পাকিস্তান না ছেড়ে তাদের কোনো উপায় ছিল না। 

পিসিবির প্রশংসা করে হোয়াইট বলেন, "আমরা প্রশংসা করি যে এটি পিসিবির জন্য একটি কঠিন সময়। আমরা প্রধান নির্বাহী ওয়াসিম খান ও তার দলকে তাদের পেশাদারিত্ব এবং যত্নের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।"

নিউজিল্যান্ড দলকে হুমকি দেওয়া হয়েছিল জানিয়ে হোয়াইট বলেন, "আমি যা বলতে পারি তা হল, আমাদের জানানো হয়েছিল যে সামনে আমাদের দলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকি ছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিউজিল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছু আলাপ করেছি এবং পিসিবিকে আমাদের অবস্থান জানানোর পরই আমরা বুঝতে পেরেছি যে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছিল। কোনভাবেই আমরা দেশে থাকতে পারব না। "

হোয়াইট বলেন, "আমরা নিরাপত্তা যাচাই করেছিলাম এবং আমাদের উচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। সম্প্রতি যে দলগুলি এখানে সফর করেছে তাদের মতামত নিয়েই আমরা (দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে) এখানে সফরের সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার সব বদলে গেল।"

সিরিজ বাতিল করেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী। বলেন, "পরামর্শ পরিবর্তিত হয়েছে, হুমকির মাত্রা পরিবর্তিত হয়েছে এবং ফলস্বরূপ, আমরা দায়িত্বশীল পদক্ষেপ নিয়েছি। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি।"

এই সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের।

Link copied!