• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পাকিস্তানে সফরের আগে অজি ক্রিকেটারকে হত্যার হুমকি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০২:৪৯ পিএম
পাকিস্তানে সফরের আগে অজি ক্রিকেটারকে হত্যার হুমকি!
সাম্প্রতিক ছবি

অনেক জল্পনা-কল্পনা কাটিয়ে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরই মধ্যে জানা গেল, চাঞ্চল্যকর এক ঘটনা সম্পর্কে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হ্যারাল্ডের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সফরে আসার আগে অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই খবর ফাঁস হওয়ার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়ায়। এই জল্পনার মধ্যেই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড এ খবরের সত্যতা স্বীকার করেছে।

অ্যাগারকে হত্যার হুমকি দেয়া হয়েছিল তার স্ত্রীকে পাঠানো এক বার্তায়। ইনস্টাগ্রামে পাঠানো ওই মেসেজে হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল, পাকিস্তান সফরে এলে তার স্বামীকে আর বেঁচে ফিরতে হবে না।

অ্যাগারের স্ত্রী ম্যাডেলিনকে পাঠানো ওই বার্তার স্ক্রিনশটে দেখা যায়— ‘আপনার স্বামী অ্যাশটন অ্যাগারকে সতর্ক করে দেওয়া হচ্ছে। ও যদি পাকিস্তান সফরে আসে, তা হলে আর জীবন্ত ফিরে যেতে পারবে না। পাকিস্তানে এলে আপনার সন্তানরা ওদের বাবাকে হারাবে।’

এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তা জানানো হয় অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। জানা যাচ্ছে, কোনও একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই বার্তা পাঠানো হয়েছে। পাকিস্তানও এই নিয়ে তদন্ত করছে। তবে এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ তারা।

অজি এই ক্রিকেটারকে হত্যার হুমকিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং দেশটির নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছেন। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এখনই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পরিস্থিতি তৈরি হয়নি। হুমকিটি পাকিস্তান থেকে নয়, ভারত থেকে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ওই হুমকি দিয়ে থাকতে পারে।

অ্যাগার এখন অস্ট্রেলিয়া দলের সঙ্গে ইসলামাবাদে আছেন। তাদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পিসিবি। কারণ, পাকিস্তানে ক্রিকেট ফেরাতে কোন কমতি রাখতে চায়না ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!