• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

পাকিস্তানের সাদা বলের স্কোয়াডে নতুন দুই মুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৯:১৬ পিএম
পাকিস্তানের সাদা বলের স্কোয়াডে নতুন দুই মুখ
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তানের দলে ডাক পেয়েছেন নতুন দুই মুখ আসিফ আফ্রিদি এবং মোহাম্মদ হারিস।

বাঁহাতি স্পিনার আসিফ সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে খেলেছেন। তিনি মুলতান সুলতানস এর হয়ে পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। অন্যদিকে, ২০ বছর বয়সী উইকেটরক্ষক কাম ব্যাটার হারিস ৫টি ম্যাচে ১৬৬ রান করেছেন।

এই দুই খেলোয়াড়ই চলমান পাকিস্তান কাপেও মাঠে নেমেছেন। হারিস অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছর ঘরের মাঠে সিরিজে দলে ডাক পেয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি আর মাঠে গড়ায়নি।

হারিস ও আফ্রিদিকে দলে রাখা প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াসিম বলেন, "দলে তাদের অন্তর্ভুক্তি কঠোর পরিশ্রম এবং ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্সের ফল। এটা অন্যদের জন্যও বার্তা যে, তাদের মাঠের পারফরম্যান্স নজরে রাখা হচ্ছে এবং ভালো ফলাফল করলে জাতীয় দলে ডাকা হবে।"

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।

খেলা বিভাগের আরো খবর

Link copied!