প্রায় দেড় যুগের ব্যবধানে পাকিস্তান সফরে গিয়েছে ইংল্যান্ড দল। স্বাগতিকদের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন না অধিনায়ক জস বাটলার। সহকারী অধিনায়ক মঈন আলির অধীনে মাঠে নামবে ম্যাথিউ মটের শিষ্যরা।
পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করতে পারাটা গর্বের বিষয় বলে জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার রঙিন পোশাকে ইংল্যান্ডের অন্যতম ভরসা। জস বাটলারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাকিস্তানি বংশোদ্ভুত হলেও মঈন আলির জন্ম ও বেড়ে উঠা ইংল্যান্ডের বার্মিংহামে। ইংলিশ পরিবেশে বড় হলেও ভোলেননি নিজের শিকড়কে। তাই তো পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে খেলতে পেরে বেশ গর্বিত তিনি।
এমনকি অধিনায়ক হিসেবে খেলতে পেরেও গর্বিত এই ইংলিশ বলেন, “পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে খেলা ও অধিনায়কত্ব করা দারুণ গর্বের বিষয়। আমার পরিবার এখান থেকেই উঠে এসেছে।”
পাকিস্তান সফরে আছেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জস বাটলার। তবে কাঁধের ইনজুরির কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ ইংলিশ টিম ম্যানেজমেন্ট। তাই প্রথম ওয়ানডেতে অধিনায়কের দায়িত্বে আছেন মঈন আলি।
প্রথম টি-টোয়েন্টিতে না খেলা নিশ্চিত হওয়া বাটলার পুরো সিরিজ মিস করবেন কি-না তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে মঈন বলেন, “আমি নিশ্চিত না। সে ফিরতে মরিয়া হয়ে আছে। সফরের শেষদিকে এক-দুইটা ম্যাচ খেলতে পারে। বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।”
বিশ্বকাপ স্কোয়াডে থাকা লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডানকে ছাড়াই পাকিস্তান সফরে এসেছে ইংল্যান্ড। ইনজুরি কাটিয়ে সরাসরি বিশ্বকাপ যোগ দিবেন এই দুই ক্রিকেটার।