পাকিস্তানের অন্তর্বর্তী কোচ সাকলাইন ও রাজ্জাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৫:০৪ পিএম
পাকিস্তানের অন্তর্বর্তী কোচ সাকলাইন ও রাজ্জাক

পাকিস্তান ক্রিকেটের হেড কোচ ও বোলিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন যথাক্রমে মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস। ফলে তাদের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে নিয়োগ দিয়েছে পিসিবি। 

সোমবার (৬ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড় ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর কিছুক্ষণ পরেই দলের দায়িত্ব থেকে নিজেদের প্রত্যহার করে নেন মিসবাহ ও ওয়াকার ইউনুস। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে করোনাকালীন সময়ে জৈব সুরক্ষা বলয়কে দায়ী করেছেন তারা। 

হঠাৎ পদত্যাগ করায় আসন্ন সিরিজে দলের প্রধান কোচের পদ খালি থাকায় নতুন দুই জনকে নিয়োগ দিয়েছে পিসিবি। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ড দল পাকিস্তান সফরে আসবে। 

হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেও নতুন কেউ এসে দলকে সামনে এগিয়ে যেতে পারবে জানিয়ে মিসবাহ বলেন, "আমি বুঝতে পারছি দায়িত্ব ছাড়ার এটা উপযুক্ত সময় না। কিন্তু আমি মনে করি না যে আগামীর চ্যালেঞ্জগুলির জন্য আমি সঠিক পথে আছি। তবে এখন একটা ভালো পদক্ষেপ নেওয়ার সময় আছে আর নতুন কাউকে দায়িত্ব দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে।" 

দুই জন কেন একসঙ্গে পদত্যাগের বিষয়ে ইউনুস খান জানান, "মিসবাহ আমার সঙ্গে তার সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার পর, আমার পক্ষে পদত্যাগ করা সহজ ছিল কারণ আমরা একসঙ্গে দায়িত্ব পালন করেছি। একসঙ্গে জুটি হিসেবে কাজ করেছি এবং এখন একসঙ্গে পদত্যাগ করছি।"

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। 

Link copied!