নারী বিশ্বকাপে ক্রাইস্টচার্চে শনিবার (২৬ মার্চ) মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। পাকিস্তান আগেই ব্যাকফুটে ছিল। কিউইরাও নক আউট পর্বে যাওয়ার সুযোগ হারিয়েছে।
টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনার সুজি বেটসের শতরানে চেপে ২৬৫ রানের বড় ইনিংস খেলে কিউইরা। দলের ৩১ রানে প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় ওপেনার সোফি ডিভাইন আউট হন। দলের ৯৯ রানে অ্যামেলিয়া কের ২৪ রানে ফিরে যান। এক প্রান্ত আগলে থাকেন সুজি। ম্যাডি গ্রিনের ২৩, ব্রুক হ্যালিডের ২৯ ও কেটে মার্টিনের ৩০ রানে ভর করে ৮ উইকেটে ২৬৫ রান করে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানে সিদরা আমিনের উইকেট হারায় পাকিস্তান। দলের ৭৩ রানে ৩ উইকেটের পতন হলে হাল ধরেন অধিনায়ক বিসমা মারুফ ও মিডল অর্ডার ব্যাটার নিধা ধর। বিসমা ৩৮ ও নিধা অর্ধশতক পূরণ করেন। তিনি বল হাতেও ৩ উইকেট পান। শেষ দিকে বাকি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে ১১, আনাম আমিনের ব্যাট থেকে। পাকিস্তান ৯ উইকেটে ১৯৪ রানে গুটিয়ে যায়। কিউইরা ম্যাচ জিতে নেয় ৭১ রানের বড় ব্যবধানে।