• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাঁচ দিন ধরেই বাংলাদেশ আমাদের হারিয়েছে : ল্যাথাম


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৯:১১ এএম
পাঁচ দিন ধরেই বাংলাদেশ আমাদের হারিয়েছে : ল্যাথাম

নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম মাউন্ট মাঙ্গানুইতে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হারের পর তার দলের জন্য দুটি সুযোগ মিস করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই ম্যাচের আগে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল তারা। টানা জয়ের পর বাংলাদেশের বিপক্ষে আত্মসমর্পণ করল কিউইরা।

ল্যাথাম মনে করেন, ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ড তাদের ভালো শুরুর সদ্ব্যবহার করা উচিত ছিল যখন তারা এক পর্যায়ে ৩ উইকেটে ২২৭ রান করেছিল। নিউজিল্যান্ড ৭০ রানে তাদের শেষ ছয় উইকেট হারিয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোরে অল আউট হয়ে গেছে।

ল্যাথাম বলেন, “আমরা অবশ্যই আমাদের সেরা সময়ে ছিলাম না। দ্বিতীয় দিনে ৭০ রানে ৬ উইকেট হারানো আমাদের ৪০০-৪৫০ ছুঁতে দেয়নি। বাংলাদেশ প্রথম ইনিংসে ঠিক কীভাবে কাজ করতে হয় তা দেখিয়েছিল। তারা আমাদের চাপে রেখেছিল। আমরা আমাদের দ্বিতীয় ইনিংসে পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছি কিন্তু সুবিধাটা কাজে লাগাতে পারিনি। তারা আত্মবিশ্বাসী। তারা সত্যিই ভালো বোলিং করেছে। তাদের প্রতি পূর্ণ সম্মান। তারা অবশ্যই পাঁচ দিন জুড়ে আমাদের ছাড়িয়ে গেছে।”

Link copied!