• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

নোভাক জোকোভিচ আটক!


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০৪:৫১ পিএম
নোভাক জোকোভিচ আটক!

অস্ট্রেলিয়ায় আটক করা হয়েছে নোভাক জোকোভিচকে। আদালত শুনানির মাধ্যমে নির্ধারণ করবে যে ভ্যাকসিনবিহীন টেনিস তারকা দেশে থাকতে পারবেন কি না?

সরকার ৩৪ বছর বয়সী জোকোভিচকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করার পাশাপাশি দ্বিতীয়বার ভিসা বাতিল করে আদালতের মুখোমুখি হতে বাধ্য করেছে।

রোববার শুনানি ধার্য করে তার আইনজীবীরা ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন। মেলবোর্নে সোমবার অস্ট্রেলিয়ান ওপেন খেলার কথা রয়েছে জোকোভিচের।

তিনি যদি এই টুর্নামেন্টে জয়লাভ করেন তাহলে ২১টি বড় শিরোপা নিয়ে টেনিস খেলার ইতিহাসে সবচেয়ে সফল পুরুষ টেনিস খেলোয়াড়ের খেতাব পাবেন।

তবে রোববারের শুনানি স্থানীয় এমন এক সময়ে হতে চলেছে যার মাত্র কয়েক ঘণ্টা পরে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জোকোভিচের। শুনানিতে জয়লাভ করলে সার্বিয়ান তারকা আদালতের কোর্টের রায় নিয়েই টেনিস কোর্টে নামতে পারবেন।

তবে আদালতের রায় যদি বিপক্ষে যায় তবে ভিসা বাতিলসহ অস্ট্রেলিয়ায় তিন বছরের ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন তিনি।

শনিবার একটি অনলাইন প্রাক-বিচার শুনানির পরপরই জোকোভিচ অভিবাসন হোটেলে ফিরে আসেন যেখানে তাকে এই সপ্তাহের শুরুতে রাখা হয়েছিল। রোববার তার চূড়ান্ত আপিল পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কর্মকর্তারা বলেছিলেন যে, তিনি ভ্যাকসিনের বিষয়ে যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। এ কারবে ৬ জানুয়ারি মেলবোর্নে আসার পর পরই জোকোভিচের ভিসা প্রথম প্রত্যাহার করা হয়েছিল।

টেনিস তারকাকে একটি ইমিগ্রেশন হোটেলে কয়েকদিন আটকে রাখা হয়েছিল৷ তার ভিসা পুনর্বহাল করার আগে একজন বিচারক রায় দিয়েছিলেন। তিনি রায় দিয়েছিলেন জোকোভিচ পৌঁছানোর পর কর্মকর্তারা সঠিক পদ্ধতি উপেক্ষা করেছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক আবারও অস্ট্রেলিয়ার অভিবাসন আইনে পৃথক ক্ষমতাবলে জোকোভিচের ভিসা বাতিল করেছেন। এমনকি, প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, সতর্কতার সঙ্গে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!